
পোশাক শ্রমিকদের জন্য ইনজুরি স্কিম চালুর সিদ্ধান্ত
দেশের পোশাক কারখানার শ্রমিকদের জন্য জুলাই থেকে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (ইআইএস) চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় আইএলওর সঙ্গে অনুষ্ঠিত একটি সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে সম্মত হয়েছে।
প্রকল্পটি পাইলট ভিত্তিতে জুলাইয়ের প্রথম সপ্তাহে চালু হবে। রাষ্ট্রমালিকানাধীন একটি ব্যাংকে এ বিষয়ক একটি ব্যাংক হিসাব খোলা হবে, যা ত্রিপক্ষীয় ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে পরিচালিত হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খালেদ মামুন চৌধুরী এনডিসি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হুমায়ুন কবীর, সিনিয়র সহকারী সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম। সভায় আইএলওর পক্ষে অ্যানি ম্যারি প্রতিনিধিত্ব করেন।
উল্লেখ্য, জেনেভায় গত ৩১ মে মালিকপক্ষ (বিইএফ) এ বিষয়ক স্কিম চালুর বিষয়ে লিখিত ঘোষণা দিয়েছে। সরকারপক্ষ সেই ঘোষণা সমর্থন করল আজ।